টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
বৃহস্পতিবার সুরমা নদী উপচে নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়া কুশিয়ারা, লোভাছড়া, সারিসহ ছোট-বড় সবকটি নদীর পানি উদ্বেগজনকভাবে বাড়ছে। নগরীর পাশাপাশি পুরো জেলায় অন্তত ৫০০ গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে বিকেল সাড়ে ৩টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।
এদিকে ভয়াবহ এই পরিস্থিতি মানবিক সাহায্যের আবেদন এ সাড়া দিয়েছেন সিনিয়র স্টাফ নার্স শামীম আহমেদ ও গার্ডিয়ান নার্সিং কোচিং তাদের সহযোগিতায় ও স্টুডেন্ট নার্স বিডির সার্বিক তত্বাবধানে সিলেটের বন্যার্তদের কাছে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার জোর প্রস্তুতি চলছে।