মেধা তালিকায় ৬০ তম হয়ে ঢাকা নার্সিং কলেজে ভর্তির সুযোগ পেয়েছে দিনাজপুরের দিন মজুর বাবার মেয়ে শারমিন আক্তার।

দারিদ্রতার কড়া থাবায় বন্ধ হতে বসেছিলো শারমিনের নার্স হবার জন্যে,ভর্তির টাকা নেই দরিদ্র বাবার কাছে।
অবশেষে সব বাধা পেরিয়ে ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ ম্যাডামের অর্থায়নে ভর্তির কার্যক্রম শেষ করে শারমিন।
এবার শারমিনের পাশে দাড়িয়েছে দেশের সবচেয়ে বড় নার্সিং বই এর পাবলিশার্স নিউরন পাবলিকেশন্স।
আজ ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ইরফালুন হকের কাছে এই বই তুলে দেন নিউরন পাবলিকেশন্স।

ভবিষ্যতেও দেশের দরিদ্র ও মেধাবী নার্সিং শিক্ষার্থীদের পাশে দাড়ানোর কথা জানান নিউরন পাবলিকেশন্স এর লেখক এইচ আল হাসিব।এ সময় তিনি শারমিনের ভবিষ্যৎ ও পড়ালেখার সফলতা কামনা করেন।