আসসালামু আলাইকুম,আমি ইমতিয়াজ হোসেন আবির,চট্টগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি।
আপনারা সকলের অবগত আছেন চট্টগ্রাম সীতাকুণ্ড ট্র্যাজেডি সম্পর্কে।
গত রাত থেকে আমরা সম্মুখ ভূমিকা পালন করে সেবা দিয়ে যাচ্ছি আহত দ্বগ্ধ রোগীদের।
গতরাতে সকলের সহযোগিতায় আমরা অনেকটাই প্রাথমিক চিকিৎসা প্রদান এ সাফল্য হয়েছি,
কিন্তু এই রাসায়নিক বিস্ফোরণের দরুন আহত এইসব রোগীদের চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে বেশ কয়েকদিন।
যার জন্য তাদের দরকার প্রয়োজনীয় ওষুধ সামগ্রী থেকে শুরু করে বেশ আর্থিক সহযোগিতা,
সেই লক্ষ্যে চট্টগ্রাম নার্সিং কলেজ,স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের কাছে মানবতার সাহায্য চাচ্ছে,যে যতটুকু ই পারেন
হোক সেটা ১০ টাকা থেকে শুরু,আপনাদের এই সাহায্য বাচিঁয়ে তুলবো আমাদের আহত ভাই বোনদের মূল্যবান জীবনটুকু
সাহায্য পাঠাতে পারেন-
বিকাশ(পার্সোনাল)-০১৯৮৯৩৩৭৬৫৩
রকেট (পার্সোনাল)-০১৭৯৪১২২০৫৩
নগদ(পার্সোনাল)-০১৭৩৫১০৫৭১৯
বিঃদ্রঃ আমাদের যথেষ্ট ব্লাড ডোনার রেডি আছে,কারো পরিচিত ব্যাক্তির ব্লাড দরকার হলে,আমাদের জানান।
ধন্যবাদান্ত,
ইমতিয়াজ হোসেন আবির
সভাপতি
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(১০ম কার্যনির্বাহী পরিষদ)
চট্টগ্রাম নার্সিং কলেজ,চট্টগ্রাম।
©post