আল-মদিনা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ —-
নিয়োগ বিজ্ঞপ্তি–
পদের নামঃ ওটি নার্স
প্রতিষ্ঠানের নামঃ আল-মদিনা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং অথবা বিএসসি ইন নার্সিং।
চাকরির ধরনঃ ফুল টাইম ( ১২ ঘন্টা)
অভিজ্ঞতাঃ ২ বছর অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• অপারেশন থিয়েটার অপারেশন এর জন্য প্রস্তুত করা।
• রুগীকে অপারেশনের জন্য প্রস্তুত করা
• আধুনিক মান সম্পন্ন অপারেশন থিয়েটার এর যাবতীয় যন্ত্রপাতি পরিচালনা করা।
• অপারেশন থিয়েটার ও অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করনসহ রক্ষণাবেক্ষণ কাজে দক্ষ বা পারদর্শী হতে হবে।
লিঙ্গঃ মহিলা
কর্মস্হলঃ জনতাবাগ জোড়া খাম্বা, রায়েরবাগ, কদমতলী, ঢাকা
বেতনঃ আলোচনা সাপেক্ষ
ইমেইলঃ mizanurrahman11125@gmail.com
যোগাযোগঃ 01751772113