নাটোরের বড়াইগ্রামে একসাথে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লাভলি খাতুন (২৮)। বুধবার (২৪ নভেম্বর) লাভলি খাতুন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ৪ শিশুর জন্ম দেন। লাভলি খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুরের সরকারপাড়া এলাকার লিটন উদ্দিনের স্ত্রী।
লিটন মিয়া বলেন, বুধবার (২৪ নভেম্বর) রাতে প্রসব বেদনা উঠলে লাভলিকে বনপাড়ায় আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে রাত পৌনে ১১টার দিকে সিজারের মাধ্যমে এক সঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দেয় আমার স্ত্রী। ৪ জনের মধ্যে ৩ জন সুস্থ আছেন আর একজন মৃত অবস্থায় জন্ম নিয়েছেন। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না।
আমিনা হাসপাতালের ডা. আনসারুল হক জানান, বর্তমানে মা এবং শিশুরা সুস্থ আছেন। তবে ভবিষৎতে সমস্যা দেখা দিতে পারে।