বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নার্স নিয়োগ পরীক্ষার জন্যে ১০ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। নিম্নে তা তুলে ধরা হইলো।
১.পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী
পরীক্ষার হলে প্রবেশের সময় ও পরীক্ষা চলাকালীন সময়ে মূল প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়ােজনে প্রদর্শন করতে হবে।
২. পরীক্ষার্থীকে অবশ্যই সকাল ০৯:৩০ ঘটিকার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করা বাঞ্ছনীয়। সকাল ১০:০০ ঘটিকার পরে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না।
৩. লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে OMR উত্তরপত্রের নির্দেশাবলী অনুযায়ী নাম, রােল নম্বর, সেট কোড এবং বৃত্ত ভরাটের জন্য অবশ্যই কালাে বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
৪. পরীক্ষার হলে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস (যেমনঃ মােবাইল ফোন, ব্লু-টুথ, ক্যালকুলেটর, হেডফোন, হাতঘড়ি), ব্যাগ, বই, খাতা সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন মহিলা পরীক্ষার্থীর দুই কান দৃশ্যমান রাখতে হবে ।
৫. কোন পরীক্ষার্থী অসদুপায়সহ যে কোন শৃঙ্খলা ও নিয়ম ভঙ্গ করলে হল ইনভিজিলেটর OMR উত্তরপত্র ও প্রশ্নপত্র জব্দ করে নিবেন ও তার পরীক্ষা বাতিলসহ কর্তৃপক্ষ পরীক্ষার্থীর বিরুদ্ধে যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ।
৬. পরীক্ষার নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না ।
৭. সকল পরীক্ষার্থীকে করােনা ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
৮. লিখিত পরীক্ষার কেন্দ্র এবং সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bsmmu.edu.bd) এর মাধ্যমে জানা যাবে।
৯. পরীক্ষার্থীগণ পরীক্ষা চলাকালীন সময়ে হল ইনচার্জ, ইনভিজিলেটর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ পালনে বাধ্য থাকবেন ।
১০. পরীক্ষার্থীগণ এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না।