সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নবনীতা দাশ (২৮) নামে একজন মিডওয়াইফ আত্মহত্যা করেছেন। শুক্রবার ১২ নভেম্বর ২০২১ রাত ৯ টার দিকে হাসপাতাল সংলগ্ন একটি বাসায় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হাসপাতালে কর্মরত একজন মিডওয়াইফের আত্মহত্যার ঘটনায় বিয়ানীবাজারজুড়ে তোলপাড় তৈরি হয়েছে। স্বামীর সাথে কিংবা পারিবারিক অন্য কোন কলহের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।