“আমরা রক্তদানে বাঁচার স্বপ্ন দেখাই, আমরা স্বপ্নদর্শী ” – স্লোগানে পালিত হলো রংপুর নার্সিং কলেজ পরিচালিত স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন “স্বপ্ন” এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।
রক্তদানের মতো মহৎ উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত “স্বপ্ন” এগিয়ে যাক দৃঢ় প্রত্যয়ে।
রক্তদান সংগঠন স্বপ্নের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল ম্যাম রিজিয়া আক্তার।
রেহানা আক্তার ম্যাম সহ সকল ম্যাম ও শিক্ষকবৃন্দ আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি তারেক আলম, বর্তমান সভাপতি শাকরুজ্জামান শাওন এবং আর মারুফ রহমান snwo এর সভাপতি।
রংপুর মেডিকেলের স্টাফ নার্স কামরুজ্জামান জনি, সাহিদুর রহমান সাজু।
প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে কেক কাটা , আলোচনা সভা, কুইজ, কবুতর উড়ানো, ও রক্তদান হয়