১৯ টি নার্সিং ইন্সটিটিউট এ ৪৭৫ টি মিডওয়াইফারি আসনে আবেদন করতে পারবেন অপেক্ষমাণ তালিকায় থাকা মহিলা শিক্ষার্থীগণ।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ফলাফল সংক্রান্ত নোটিশ এ জানানো হয় নতু সৃষ্ট ৪৭৫ টি মিডওয়াইফারি আসনে অপেক্ষমাণ ও সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীগণের আবেদনের সুযোগ থাকছে,চাইলে তারা সেসকল আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।