বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নার্সিং ভর্তি পরীক্ষায় রাজশাহী কেন্দ্রের ৫টি ভেন্যুতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৪২১ জন।
এর মধ্যে বিএসসি ইন নার্সিং ২৬৩১ জন ও ডিপ্লোমা ইন নার্সিং /ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৫৭৯০জন
#নার্সিং_ভর্তি_পরীক্ষা_২০২০-২১ শিক্ষাবর্ষ
ভেন্যু নাম ও আসনঃ
#বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার্থী
১। রাজশাহী মেডিকেল কলেজ + রাজশাহী নার্সিং কলেজ আসন-১২৫০ জন।
২। রাজশাহী কলেজ- ১৩৮১ জন।
#ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
১। রাজশাহী সরকারি মহিলা কলেজ- ১৩৮৯ জন।
২। রাজশাহী সরকারি সিটি কলেজ- ১২৭৩ জন।
৩। রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজ- ১০০ জন।
৪। রাজশাহী কলেজ- ১৩৬১ জন।
৫। রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজ- ১৬৬৭ জন।