বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল
কর্তৃক অনুমােদিত, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, চট্টগ্রাম বিভাগের প্রথম বেসরকারি নার্সিং
কলেজে নিয়ে লিখিত পদে নিয়ােগ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থিদের নিকট হতে দরখাস্ত আহবান করা হলো
পদের নামঃ উপাধ্যক্ষ
পদসংখ্যাঃ উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতাঃক, শিক্ষাগত যােগ্যতাঃ
১. বিএসসি ইন নার্সিং
২.এমএসসি ইন নার্সিং/এমপিএইচ( অতিরিক্ত স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অতিরিক্ত যােগ্যতা হিসাবে
বিবেচনা করা হবে।)
খ. অভিজ্ঞতাঃ
১. সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের(০৫ বছররের) অগ্রাধিকার দেয়া হবে।
পদের নামঃ প্রভাষক
পদসংখ্যাঃ উল্লেখ নাই
শিক্ষাগত যোগ্যতাঃ
১. বিএসসি ইন নার্সিং
২.এমএসসি ইন নার্সিং/এমপিএইচ(অতিরিক্ত স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অতিরিক্ত যােগ্যতা হিসাবে
বিবেচনা করা হবে।)
১. সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
আলােচনা
আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীগন আগামী ৩০অক্টোবর ২০২১ ইং তারিখের মধ্যে অফিস চলাকালিন সময়ের
(সকাল ০৯টা হতে বিকার ০৪টা) মধ্যে চেয়ারম্যান, আর্ট নার্সিং কলেজ, পদুয়ার বাজার, বিশ্বরােড,
কুমিল্লা বরাবর আবেদন পত্র অত্র কলেজে জমা করতে পারবেন অথবা ই-মেইলয়ের
(artnursingcollege@gmail.com) মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।
আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, জীবন
বৃত্তান্ত ও সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি জমা করতে হবে।
চেয়ারম্যান।
আর্ট নার্সিং কলেজ, কুমিল্লা।
ফোনঃ ০১৮ ৪৫ ৯৯ ৮৮ ৭৭।