ঢাকার উত্তরায় অবস্থিত ‘ল্যাব ওয়ান হাসপাতাল লিঃ এবং গ্রীন রােডে অবস্থিত ‘ল্যাব ওয়ান রিসার্চ

ইনস্টিটিউট অব হেমাটোলজী এন্ড হাসপাতাল (সিস্টার কনসার্ন অব ‘ল্যাব ওয়ান ফাউন্ডেশন’)’ বেসরকারী পর্যায়ে অন্যতম পূর্ণাঙ্গ বিশেষায়িত ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, হিমােফিলিয়া, লিম্ফোমা, মাইলােমা, এপ্লাস্টিক অ্যানিমিয়া সহ অন্যান্য রক্তরােগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণা কেন্দ্র। উপরে উল্লেখিত দুইটি হাসপাতাল পরিচালনার প্রয়ােজনে নিম্নোক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।
পদের নামঃ নার্স
পদের সংখ্যাঃ ২০জন
ওটি নার্সঃ ০৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি / ডিপ্লোমা /নন ডিপ্লোমা
আবেদনের শেষ তারিখঃ ১৫ অক্টোবর ২০২১
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ বছর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
আবেদন করতে হবে যেভাবেঃ
অন্যান্য শর্তাবলী আগ্রহী প্রার্থীদেরকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করে আগামী ১৫ অক্টোবর, ২০২১ খ্রিঃ এর মধ্যে নিল্লোক্ত ঠিকানায় পৌছাতে হবে। মােবাইল নম্বরসহ আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত, ০৩ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল পরীক্ষার সনদপত্র এবং প্রযােজ্যক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। আবেদন পত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। সকল পদের বেতন আলােচনা সাপেক্ষে।বাসা #০৮, রােড #১২, সেক্টর #১৪, উত্তরা, ঢাকা-১২৩০, মােবাইলঃ ০১৯২২-১১৭৬৭৬, ফোনঃ ০২-৫৫০৯৫১৬০