জনাব লাকী চাকমা, পিতা-বীরেন্দ্র লাল চাকমা, স্টাফ নার্স, জেনারেল হাসপাতাল, রাঙ্গামাটি গত ২১/০৪/২০১৮ খ্রিষ্টাব্দ তারিখে চীফ জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট আদালত, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর মাধ্যমে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ায় তার নাম কী চাকমা এর পরিবর্তে তাহমিনা আক্তার লাকী রেখে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেন। এখন
হতে তার নাম লাকী চাকমা এর পরিবর্তে তাহমিনা আক্তার লাকী লিখতে ও পড়তে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেন।
২। এমতাবস্থায়, স্থানীয় কর্তৃপক্ষের সুপারিশ, প্রার্থীর আবেদন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাঙ্গামাটি এর প্রত্যয়ন
ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির আলােকে বিষয়টি যথাযথ বিবেচিত হওয়ায় তার নাম লাল চাকমা এর পরিবর্তে চাকরি বহিতে ও অন্যান্য ক্ষেত্রে তাহমিনা আক্তার লাকী লেখার আবেদন মঞ্জুর করা হল।