চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই মিডওয়াইফের সহায়তায় বাসের মধ্যে কোন ঝামেলাহীনভাবে প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনার দিতে গিয়ে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ডা. রাজিব দে বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাস পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে। পরে বাসের যাত্রীরা আমাদের জরুরি বিভাগে এসে জানায়, বাসে একজন প্রসূতি মা আছেন। যার প্রসব-বেদনা শুরু হয়েছে। আমরা যাতে তাকে গিয়ে উনাকে দেখি, সাথে সাথে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিনকে সাথে নিয়ে রোগীকে দেখতে যান। পরে দেখা যায়, ওই প্রসূতি মা ডেলিভারি হবার পথে। তারপর মিডওয়াইফদের সহায়তায় বাসের মধ্যে প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করা হয়।’