চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ এ অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ নানা পদে জরুরী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আবেদনের নিয়মাবলীঃ
১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আবেদনের সাথে আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার
সনদসহ সকল সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের ছবি জমা দিতে হবে।
৩। খামের উপর বা ই-মেইলের সাবজেক্টে আবেদনকৃত পদের নাম উল্লেখপূর্বক চেয়ারম্যান, চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, Email:
cinchilsa2020@gmail.com, ৩৪৬-০১, বঙ্গবন্ধু সড়ক, চাঁদপুর বরাবর আগামী ২৫/০৯/২০১১ ইং তারিখের মধ্যে পাঠাতে হবে।
ঠিকানাঃ ৩৪৬-০১, বঙ্গবন্ধু সড়ক, চাঁদপুর।
অফিস নম্বরঃ ০১৭২৯০৩১০৯০
E-mail: cinc.hilsa2020@gmail.com
মাে. শাহাদাত হােসেন।
চেয়ারম্যান
চাঁদপুর আইডিয়াল নার্জি কলেজ