গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়য়ের অনুমােদিত এবং

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কতৃক অধিভুক্ত এ্যামাজান নার্সিং কলেজে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে দক্ষ জনবল নিয়ােগ দেওয়া হবে।
পশ্চিম খাবাসপুর (সামসুল উলুম মাদ্রাসার সামনে), ফরিদপুর
মােবাইলঃ ০১৭৮১-১৭৪৪০৬, ০১৩১০-৩৭৭০৮৪
ইমেইলঃ amazannursing@gmail.com
স্মারক নং, এমা/২১/o৪/৫৪
আবেদনের শেষ তারিখঃ ২৮/০৯/২০২১
প্রভাষক (নার্সিং)
পদসংখ্যাঃ ০৫
শিক্ষাগত যোগ্যতাঃ এমএসসি ইন নার্সিং এমপিএইচ/বিএসসি ইন নার্সিং
নার্সিং কলেজে ২ বছর শিক্ষকতার।
বেতনঃআলোচনা সাপেক্ষ
অভিজ্ঞতা থাকতে হবে
নার্সিং ইনস্ট্রাকটর
পদের সংখ্যাঃ ০৪ জন
শিক্ষাগত যোগ্যতাঃঃ
এমএসসি ইন নার্সিং এমপিএইচ/বিএসসি ইন নার্সিং, অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে
বেতনঃ আলোচনা সাপেক্ষ
আইটি অফিসার ০১
১। স্নাতক/ মাস্টার্স
(দক্ষতার উপর ভিত্তি করে
আলােচনা সাপেক্ষ
২। মাইক্রোসফট ওয়ার্ড, গ্রাফিক্স ডিজাইন, ফেসবুক
শিক্ষাগত যােগ্যতা সিথিল করা
মার্কেটিং, অনলাইন মার্কেটিং এ পারদর্শী হতে হবে
যেতে পারে)
অফিস সহকারী ০১
১।অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া আলােচনা সাপেক্ষ
২। কম্পিউটারে পারদর্শী হতে হবে
আবেদন পদ্ধতিঃ
আগ্রহী প্রার্থীগণ আগামী ২৮/০৯/২০২১ইং তারিখের মধ্যে কলেজের ঠিকানা বরাবর আবেদন করতে পারবেন অথবা amazannursina@gmail.com -এ
আবেদন পত্র পাঠানাে যাবে। আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, জীবন বৃত্তান্ত, সদ্য তােলা ২ কপি
পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে।
10.09-21