জাহিদ হাসানঃ

ঢাকার মিরপুরে অবস্থিত বেসরকারি নার্সিং কলেজ বিএনসি তে নার্সিং স্নাতক পাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ
বাংলাদেশ নার্সিং কলেজ এর নিম্ন বর্নিত পদ সমূহ পূরনের জন্য বাংলাদেশর প্রকৃত নাগরিকদের
নিকট হতে আবেদন আহব্বান করা যাচ্ছে ।
পদের নামঃনার্সিং ইনস্ট্রাক্টর
পদ সংখ্যাঃ নার্সিং ০৪ জন
আবেদনের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২১
শিক্ষাগত যােগ্যতা।
• নূন্যতম যােগ্যতা বি এস সি নার্সিং পাশ
০ এমপিএইচ/এম.এস.এন/এম.এস.এস
সাপেক্ষে
• BNMC এর হালনাগাদ রেজিস্ট্রেশন
থাকতে হবে।
আবেদন পত্রের সাথে পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত,শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা পূর্ন বিবরণ,জাতীয় পরিচয়
পত্র,সনদপত্র সমূহের ফটোকপি এবং সদ্য তােলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী ৩০
সেপ্টেম্বর ২০২১ইং তারিখের মধ্যে ডাকযােগে অথবা সরাসরি অধ্যক্ষ,বাংলাদেশ নার্সিং কলেজ,
দারুস সালাম রােড, মিরপুর-১,ঢাকা-১২১৬ বরাবর পাঠাতে হবে।ন্যূনতম এক বছর অত্র প্রতিষ্ঠানে চাকরি করার অঙ্গীকার বদ্ধ থাকতে হবে। অন্যথায় আবেদন করার
প্রয়ােজন নেই।
ই-মেইল এর মাধ্যমে সিভি পাঠানাে যাবে :bangladeshnursingcollege@gmail.com
ওয়েবসাইট:www.bncbd.org
মােবাইল:০১৮৮৮০০৭৭০০,০১৮৮৮০০০৫৫৫
অধ্যক্ষ,
বাংলাদেশ নার্সিং কলেজ
২-এ/১ নর্থ ইষ্ট দারুস সালাম রােড,মিরপুর-১,ঢাকা-১২১৬