ডেস্ক রিপোর্ট-
আগামী ১ অক্টোবর একদিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভিন্ন ৩ টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের ভর্তি
পরীক্ষা।ঢাকা বিশ্ববিদ্যালয় A-ইউনিট এর পরীক্ষা
অনুষ্ঠিত হবে ১ অক্টোবর সকালে ১১ টায়।
তবে বাংলাদেশ মেরিন একাডেমি (BMA) তার
আগে সকাল ৯ টায় পরীক্ষার সময় ঘােষণা
করে ব্যাপক সমালােচনার শীকার হয়।
পরবর্তীতে তারা পরীক্ষার পিছিয়ে ২৬
সেপ্টেম্বর, দুপুর ২.৩০ টায় নেওয়ার ঘােষণা
দিয়েছে। এছাড়াও একই দিনে বিকাল ৩ টায়
অনুষ্ঠিত হবে বাংলাদেশ নার্সিং ও
মিডওয়াইফারি কাউন্সিলের (BNMC) বি এস
সি নার্সিং,ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষা। অনেক পরীক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নার্সিং এর পরীক্ষার কেন্দ্র দুটি ভিন্ন জেলায় হওয়ার তাদের ব্যাপক
সমস্যায় পড়তে হচ্ছে। এক্ষেত্রে তাদের।
অক্টোবর যেকোনাে একটি পরীক্ষা বেঁছে নিতে