স্টাফ রিপোর্টারঃ আশা আক্তার –
দেশের স্বনামধন্য বেসরকারি হাসপাতাল ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।যোগ্য প্রার্থীদের থেকে দরখাস্ত আহবান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নাম: স্টাফ নার্স, নার্সিং সাপোর্ট সার্ভিস
পদ সংখ্যাঃ নির্দিষ্ট নয়
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল
চাকুরীর ধরন-ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতাঃ
বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (BNMC) অধীনে নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারিতে ন্যূনতম ডিপ্লোমা ইন নার্সিং পাস
চাকুরীর প্রয়োজনীয় বিষয়সমূহ-
BNMC দ্বারা নিবন্ধিত নার্স (RN) হতে হবে।
অভিজ্ঞতাঃ- ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য
দ্বায়িত্ব সমূহঃ
নার্সিং কেয়ার পদ্ধতি এবং পদ্ধতির চমৎকার জ্ঞান
জরুরী যত্নের চমৎকার জ্ঞান স্বাস্থ্য এবং সুরক্ষা নির্দেশিকা (স্যানিটেশন, ডিকন্টামিনেশন ইত্যাদি) সম্পর্কে গভীর জ্ঞান এবং সর্বদা তাদের অনুসরণ করার ইচ্ছা চমৎকার যোগাযোগ।
কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে যে
কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ-
প্রতিযোগিতামূলক বেতন কাঠামো
কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF)
গ্র্যাচুইটি বার্ষিক ছুটি এনক্যাশমেন্ট
অসুস্থ ছুটি এনক্যাশমেন্ট
মাতৃত্বকালীন ছুটি/পিতৃত্বকালীন ছুটি
বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি টেস্ট
কল্যাণ তহবিল (চিকিৎসা দাবি, জীবন কভারেজ, ইত্যাদি)ভর্তুকিযুক্ত লাঞ্চ,প্রদত্ত জিম সুবিধা
অনুকূল কাজের পরিবেশ,হাসপাতালের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা এবং সুবিধা।
আবেদন করার নিয়মঃ-
আগ্রহী প্রার্থীরা যারা উপরোক্ত শর্তগুলো পূরণ করবেন তাদের অনুরোধ হলো অনলাইনে আবেদন করার জন্য অথবা তাদের আবেদন আপডেট করা সিভি সহ মানব সম্পদ বিভাগ, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল, ফার্মগেট, Dhaka ঢাকা -১২১৫ বরাবর সরাসরি জমা দেওয়ার জন্যে।