নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাত জন নার্স কে বিশেষ সম্মানে ভূষিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ০৭.০৯.২১ তারখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭ জন ইনফেকশন প্রিভেন্সন কন্ট্রোল IPC_Nurse কে ব্যাজ পরিয়ে এবং লোগো উপহার দিয়ে হাসপাতালের পক্ষ থেকে সম্মানিত করা হয়।
Ward master এবং IPC Nurse যারা ভালো কাজ করবেন তাদেরকে প্রতি বছর বিশেষ পুরষ্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে বলে পরিচালক মহোদয় জানিয়েছেন।
ডা. কাকলী হালদার
সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি
ঢাকা মেডিকেল কলেজ।
(সদস্য সচিব, আইপিসি কমিটি,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)