বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নার্সদের পেশাগত সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৪সেপ্টেম্বর ২০২১ রোজ শনিবার।
প্রায় ১১ হাজার নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ৩২২৫ জন ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি সর্বমোট ১৪ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা একযোগে ৬টি কেন্দ্রে সকাল ১০ টায় শুরু হয়ে ১১ঃ৪০ মিনিটে শেষ হয়।
ফলাফল প্রকাশ হয় সেদিন ই রাত ১১ টায় বিএনএমসির ওয়েবসাইট এ।
এর কিছুক্ষণ পর ই দেখা যায় ফলাফল এ ব্যাপক গড়মিল, ক সেট পাওয়া ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের কোনো শিক্ষার্থীর ই ফলাফল আসেনি।
এমন পরিস্থিতি তে গতকাল ই কোনরকম নোটিশ ছাড়াই রেজাল্ট ওয়েবসাইট থেকে মুছে ফেলে কর্তৃপক্ষ।
আজ ৫ সেপ্টেম্বর সারাদিন গড়ালেও শিক্ষার্থীদের হতাশায় ঢুবিয়ে রাখে কাউন্সিল।
শিক্ষার্থীদের দাবি প্রতি বছর পরীক্ষার ৪-৫ ঘন্টার মধ্যে ফলাফল দিলেও এবার কেন এরকম করা হচ্ছে?
এদিকে প্রথমবারের মতো নার্স সনদ পরীক্ষায় বসেছিলো কারিগরি বোর্ডের ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি শিক্ষার্থী রা, তাদের ফলাফল এ ব্যাপক বিপর্যয় ঘটে মোট পরীক্ষার্থীর ৯% পরীক্ষার্থী পাস করেন।
সাধারণ নার্সদের দাবি এ বিষয় কে ধামাচাপা দিতেই রেজাল্ট প্রকাশে বিলম্ব করছে কাউন্সিল।
এদিকে সারাদিন একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ বিষয় এ দ্বায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য মিলেনি,বা ওয়েবসাইট এ এ সংক্রান্ত কোনো নোটিশ ও দেয় নি কর্তৃপক্ষ।
গোপন এক ফোন কলের সূত্রধরে জানা যায় বুয়েটের বিশেষজ্ঞ দলের মাধ্যমে ফলাফল যাচাই-বাছাই করে আগামী ৬ বা ৭ সেপ্টেম্বর ওয়েবসাইট এ প্রকাশা করা হবে।